কোটচাঁদপুর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মডেল থানার আয়োজনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত
রোকনুজ্জামান,কোটচাঁদপুর প্রতিনিধি-
"পুলিশই জনতা জনতাই পুলিশ"এই প্রতিপাদ্য শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল থানা পুলিশের আয়োজনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মডেল থানা চত্বরে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মডেল থানার অফিসার ইনর্চাজ সৈয়দ আল-মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর সভার মেয়র সহিদুজ্জামান সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, বীর মুক্তি যোদ্ধা সাবেক কমান্ডার তাজুল ইসলাম, মডেল থানার তদন্ত (ওসি) জগন্নাথ চন্দ্র, পৌর পুলিশ ফাঁড়ির পরিদর্শক শাহাদাৎ হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক রিপন মন্ডল, উপজেলা যুবলীগের আহ্বায়ক মীর মনিরুল আলম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কোটচাঁদপুর শাখার সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ রায়,পৌর কাউন্সিলর সুব্রত চক্রবর্তী প্রমুখ। সে সময় পুজা মন্তপে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও করনীয় বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন অতিথিরা। আলোচনা সভা পরিচালনা করেন মডেল থানার উপপরিদর্শক এস আই নাজিবুল হক।
এ সময় উপজেলার ৪৫ টি পুজা মন্ডপ পরিচালনা কমিটির সভাপতি-সম্পদক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

No comments