কালীগঞ্জে আগুনে বসতঘর পুড়ে ছাই, ৪ লাখ টাকা ক্ষতি
ঝিনাইদহের কালীগঞ্জে আগুনে সাদেক আলীর নামের এক ব্যাক্তির বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বারোবাজার ইউনিয়নের সাদীকপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় অন্তত ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় সাদেক আলী।
স্থানীয় ইউপি সদস্য মনির হোসেন বলেন, বিকেল ৫ টার দিকে হঠাৎ করে সাদেক আলীর ঘরে আগুন লাগে এবং মুহূর্তেই তার বসতঘর স¤পূর্ণ পুড়ে যায়। এ সময় ঘরের মধ্যে থাকা মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের ধারণা এতে পরিবারটির অন্তত ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে ওই বসতঘরে আগুনের সূত্রপাত হয়। আগুনের খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে যাই। সেখানে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘরটিতে মালামালসহ প্রায় ৪ লাখ টাকার জিনিসপত্র ছিল।

No comments