কালীগঞ্জে বিএনপি'র ডাকা অবরোধের সমর্থনে মিছিল

 স্টাফ রিপোর্টার-

ঝিনাইদহের কালীগঞ্জে অবরোধের সমর্থনে মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদের নেতৃতে মিছিলটি রোববার সকালে ঢাকার-যশোর মহাসড়কের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে নিমতলা বাসস্ট্যান্ড হয়ে সরকারি মাহতাব উদ্দিন কলেজের প্রধান গেটে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলন, পৌর যুব দলের আহ্বায়ক শাজাহান আলী খোকনসহ উপজেলা ও পৌর শাখার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

মিছিল থেকে পাতানো নির্বাচন বর্জন, বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীদের মুক্তি,তত্ত্বাবধায়ক সরকারের দাবিসহ সরকারবিরোধী নানা স্লোগান দিতে শোনা যায়। 

 


No comments

Powered by Blogger.