ঝিনাইদহে তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী

 ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বিকালে সিও প্রশিক্ষণ বিভাগ কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী সঞ্চয় ও ঋণ ব্যবস্থাপনা বুনিয়াদি প্রশিক্ষণ ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক মূলক অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত হয়। সিও’র নির্বাহী পরিচালক সামছুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ও মাগুরা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান। তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের প্রশিক্ষক ছিলেন আলীউজ্জামান শেখ। উল্লেখ্য, প্রশিক্ষণে ৩০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করেন।


No comments

Powered by Blogger.