ঝিনাইদহের মহেশপুরে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের মহেশপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুই। সোমবার সকালে উপজেলার গুড়দাহ গ্রামের দক্ষিণপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মোটরসাইকেল যোগে উপজেলার সেজিয়া গ্রামের লিয়াকত হোসেন গুড়দাহ বাজার থেকে জীবনগর যাচ্ছিলো। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল একটি প্রাইভেটকারকে অভারটেক করতে গেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লিয়াকত হোসেন ও অপর মোটর সাইকেলের চালক রিয়াদ হোসেন নিহত হয়। আহত হয় আরও ২ জন। তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
No comments