শৈলকুপায় স্বতন্ত্র প্রার্থী দুলাল ও তার স্ত্রীর বিরুদ্ধে আ’লীগ নেতার জিডি
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল ও তার স্ত্রী আরেক স্বতন্ত্র প্রার্থী মুনিয়ার বিরুদ্ধে জিডি করেছেন হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শিকদার ওহিদুজ্জামান ইকু। দুলাল তাকে প্রাণ নাশের হুমকী দেওয়ায় সোমবার বিকালে তিনি এই জিডি করেন, যার নং ২৯। শিকদার ওহিদুজ্জামান ইকু শৈলকুপার প্রয়াত উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন সোনা শিকদারের ছেলে এবং পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। জিডি সূত্রে জানা গেছে, প্রতীক বরাদ্দের পর থেকে ওহিদুজ্জামান জিকু নৌকা প্রতিকের পক্ষে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এতে করে ওই এলাকায় নৌকা প্রতীকের গণজোয়ার তৈরি হয়। নৌকার ভোটারদের বাগে আনতে নিজ শিবিরে ভেড়ানোর জন্য চেষ্টা করেন স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল। একের পর এক তাকে প্রলোভন দেখাতে থাকেন। বিভিন্ন জায়গায় প্রচার চালান কোটি কোটি টাকা দিয়ে ইকু শিকদারকে কিনে নেব। জিডিতে ইকু শিকদার উল্লেখ করেন, দুলালের স্ত্রী ফুলকপি প্রতিকের স্বতন্ত্র প্রার্থী মুনিয়া তার বাসায় গিয়ে স্ত্রীর কাছে ঘুষের প্রস্তাবও দেন। তাতেও কাজ না হওয়ায় ইকুর ভাতিজা শাওন শিকদারকে তারা বলেন, তোমার চাচাকে শেষ বারের মতো বোঝাও ট্রাক প্রতিকের পক্ষে কাজ করতে। তা না হলে তাকে শেষ করে দেব। দুলালের প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছেন ট্রাক প্রতীকের প্রার্থী দুলাল ও তার স্ত্রী মুনিয়া। এ ঘটনার পর থেকে ইউপি চেয়ারম্যান ইকু তার পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ সকল অভিযোগের বিষয়ে জানতে ট্রাক প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম দুলাল ও তার স্ত্রীর ব্যবহৃত মোবাইলে একাধিকবার কল করলেও তারা ফোন রিসিভ করেননি।
এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম চৌধুরী সোমবার সন্ধ্যার দিকে জানান, ইকু শিকদার একটি জিডি করেছেন। পুলিশ সত্য মিথ্যা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।
No comments