ঝিনাইদহ কালীগঞ্জে অস্ত্র ও গুলিসহ আটক ১
এনামুল হক সিদ্দীক স্টাফ রিপোর্টার-
ঝিনাইদহের কালীগঞ্জে অস্ত্র ও গুলিসহ রাজন বিশ^াস নামে একজনকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার একতারপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক রাজন বিশ^াস উপজেলার একতারপুর গ্রামের মৃত রেজাউল বিশ^াসের ছেলে।
মঙ্গলবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, একতারপুর গ্রামের এক নারী সম্প্রতি ধর্ষণ চেষ্টার অভিযোগে রাজন বিশ^াসকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের হয়। এই মামলায় রাজন বিশ^াসকে আটক করতে অভিযান পরিচালনা করে পুলিশ। মঙ্গলবার দুপুরে একতারপুর গ্রামের রাস্তা থেকে আটক করা হয়। এ সময় তার কোমরে থাকা একটি নাইন এমএম পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এর আগে রাজন বিশ^াসের নামে নাশকতা, মাদকসহ ৪টি মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
No comments