কালীগঞ্জে চেয়ারম্যান ঋতুর সাথে সংবাদিকদের মতবিনিময়
স্টাফ রিপোর্টার-
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচাঁনপুর ইউনিয়নের তৃতিয় লিঙ্গের ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। মঙ্গলবার সকালে উপজেলার ত্রিলোচাঁনপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারে এ মত বিনিময় করেন তিনি। সাংবাদিকদের উপস্থিতিতে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো নানা গুজবের জবাব দেন তিনি। অলিখিত বক্তব্যে চেয়ারম্যান রিতু বলেন , সম্প্রতি আমি খেয়াল করলাম আমাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার চালাচ্ছে একটি কুচক্রি মহল। যে ঘটনাগুলোর সাথে আমার নূন্যতম স¤পর্ক নেই। এগুলো সুপার এডিট করে ফেসবুকসহ নানা প্লাটফর্মে ছাড়া হচ্ছে। এ ধরনের গুজব ছড়িয়ে আমাকে সমাজে হেয় প্রতিপ্ন করার চেষ্টা চলছে। যারা এ ধরনের গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আমি আইনের আশ্রয় নিব। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত কালীগঞ্জ উপজেলার সংবাদকর্মীবৃন্দ।
উল্লেখ্য, সম্প্রতি বেশকিছু ফেসবুক এ্যাকাউন্ট থেকে দেশের প্রথম তৃতিয় লিঙ্গের ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতুর ইয়াবা সেবনের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এরপর উপজেলা জুড়ে শুরু হয় তুমুল আলোচনা ও সমালোচনা।
No comments