কালীগঞ্জে জামায়াতের উদ্যোগে সিরাত মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার-
ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী
কালিগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের উদ্যোগে শুক্রবার বিকেলে কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সীরাত মাহফিল অনুষ্ঠিত হয় ।
জামাতে ইসলামীর কালিগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মাওলানা জাহিদুল ইসলামের সভাপতিত্বে উক্ত সিরাত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কালীগঞ্জ উপজেলা আমির মাওলানা ওলিউর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কালিগঞ্জ উপজেলা শাখার নায়েবে আমীর মাওলানা আবু তালেব, আরো বক্তব্য রাখেন জামায়াতের পৌরসভার আমির অধ্যাপক লুৎফর রহমান, সেক্রেটারি আব্দুল করিম, জামায়াত নেতা মাওলানা আজিজুর রহমান শ্রমিক কল্যান ফেডারেশনের কালিগঞ্জ উপজেলা সভাপতি আমিরুল ইসলাম, জামায়াত নেতা সিরাজুল ইসলাম, গোলাম নবী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাসুদুর রহমান।
No comments