কোটচাঁদপুরে ইসলামি ব্যাংকে মতবিনিময় সভা অনুষ্ঠিত
কোটচাঁদপুর প্রতিনিধি -
গ্রাহক আস্থায় ফিরবে দিন, দেশ গড়ায় অংশ নিন” শ্লোগানে গ্রাহক সেবা মাস উপলক্ষে ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসি কোটচাঁদপুর শাখার উদ্যোগে আয়োজিত হয়েছে ওলামা মাশায়েখগণের সাথে মতবিনিময় সভা।
বুধবার (১১সেপ্টেম্বর) বিকাল ৪ টার সময় কোটচাঁদপুর শাখা ব্যবস্থাপক ও এফএভিপি মামুন অর রশিদ এর সভাপতিত্বে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাহবুব এ আলম ইভিপি এন্ড হেড অফ জোন যশোর।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও ঝিনাইদহ জেলা নায়েবে আমীর অধ্যাপক মতিয়ার রহমান। তিনি বলেন স্বৈরশাসকের রোষানল থেকে ব্যাংক মুক্ত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে বাংলাদেশ ইসলামি ব্যাংকের সুস্থ পরিবেশ ফিরে পেয়েছে। তিনি গ্রাহকদের নির্ভয়ে লেনদেনের জন্য উদ্ভুদ্ধ করেন এবং ইসলামি অর্থনীতির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। ইসলামি ব্যাংকের প্রতিষ্ঠাতার অন্যতম শহীদ মীর কাসেম আলীকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বাহারুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোয়াবিয়া হুসাইন, জামায়াতে ইসলামীর কোটচাঁদপুর উপজেলা আমীর আজিজুর রহমান, থানা সেক্রেটারি শরিফুল ইসলাম, পৌর আমীর মাওলানা নাজির আহমেদ, পৌর সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, বলুহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম, দোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, আজমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমান খান, সাফদারপুর ইউনিয়ন আমীর মাওলানা নুরুন্নবী, থানা শুরা সদস্য রেজাউল ইসলাম প্রমুখ।
দোয়া ও মুনাজাত করেন কোটচাঁদপুর কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আসাদুজ্জামান শের আলী।
No comments