ঝিনাইদহে শহীদ ৪ ছাত্রশিবির নেতাকর্মীর নামে সড়কের নামকরণ

তাসনিম মুহসিন স্টাফ রিপোর্টার- বিচার বহির্ভুতসহ হামলায় নিহত ছাত্র শিবিরের নেতাকর্মীদের স্মরণে ঝিনাইদহের কালীগঞ্জে সড়কের নামকরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা শহরের বিভিন্ন এলাকায় নিহতের নামে নামফলকের উদ্বোধন করা হয়। সেসময় জেলা ছাত্র শিবিরের সভাপতি মনিরুজ্জামান মিঠু, উপজেলা জামায়াতের নায়েবে আমির আবু তালিব, শিবিরের কালীগঞ্জ উপজেলা সভাপতি এ এইচ মুর্তজা শিবিরের সাবেক জেলা সভাপতি এ্যাড:ইসমাইল হোসেন নিহতদের পরিবারের সদস্যরাসহ এলাকা বাসী উপস্থিত ছিলেন। শুরুতে কালীগঞ্জ গান্না সড়কের চাপালি সড়কে শিবির কর্মী আবু জর গিফারীর স্মরণে সড়কের নামকরণ করা হয়। পরে উপজেলার বিভিন্ন সড়কে শিবিরকর্মী আসলাম হোসাইন, শামীম মাহমুদ, মহিউদ্দিন সোহানের নামে সড়কের নামকরণ করা হয়। সড়কের নাম ফলক উদ্বোধন শেষে তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। ১৯৮৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির কর্মী আসলাম হোসেন, ২০১৬ সালে আবুজর গিফারী, শামীম মাহমুদ ও মহিউদ্দিন সোহানকে হত্যা করা হয়।

No comments

Powered by Blogger.