কালীগঞ্জে দুই শিবির নেতা হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার, সাবেক দুই পৌর মেয়র সহ ২৩ জন আসামী
স্টাফ রিপোর্টার-
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুই শিবির নেতা শামীম হোসেন(২১) ও আবুজার গিফারী(২২) হত্যার ঘটনায় দুইটি পৃথক মামলা হয়েছে। মামলায় ঝিনাইদহ জেলার সাবেক পুলিশ সুপারসহ পুলিশ কর্মকর্তা ও কালীগঞ্জ পৌরসভার সাবেক দুই মেয়র, সাবেক উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যানসহ ২৩ ও অজ্ঞাত ২০/২২ জনের বিরুদ্ধে মামলা দাযের করা হয়েছে।
২০১৬ সালের ১৩ এপ্রিল উপজেলার পৌর এলাকার বাকুলিয়া গ্রামের শিবির নেতা শামীম হত্যা ঘটনায় ১৮ সেপ্টেমম্বর ২০২৪ সাল কালীগঞ্জ আমলী আদালতে অভিযোগ দায়ের করেন নিহতের পিতা রুহুল আমীন।
আসামীদের মধ্যে রয়েছেন তৎকালীন পুলিশ সুপার আলতাফ হোসেন(চাকরিচ্যুত), ঝিনাইদহ, কালীগঞ্জ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, সাবেক এস আই নিরব হোসেন, সাবেক এস আই আশরাফুল আলম, সাবেক এস আই গাফফার হোসেন, সাবেক এস আই নাসির হোসেন, সাবেক পৗর মেয়র মোস্তাফিজুর রহমান বিজু, সাবেক এমপি আনোয়ারুল আজীম আনারের পিএস আব্দুর রউফ, ৭ নং রায়গ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী হোসেন অপু, ১১ নং রাখালগাছী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টুসহ অজ্ঞাত ১০/১৫ জন।
অভিযোগে উল্লেখ করা হয় ২৪ মার্চ ২০১৬বিকাল ৫টার সময় সরকারী মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজের পূর্ব পাশের গেট থেকে সাদা পোষাকধারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তুলে নিয়ে যায়। এরপর ১৩ এপ্রিল ২০১৬ তারিখে যশোর জেলার সদর থানার হৈবৎপুর ইউনিয়নের লাউখালির বিরামপুর শ্মশান ঘাটে কথিত বন্ধুক যুদ্ধের নামে গুলি করে তাকে হত্যা করে ফেলে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
অন্যদিকে, ২০১৬ সালের ১৩ এপ্রিল একই উপজেলার পৌর এলাকার চাপালী গ্রামের শিবির নেতা আবুজার গিফারী হত্যা ঘটনায় ১৮ সেপ্টেমম্বর ২০২৪ সাল কালীগঞ্জ আমলী আদালতে অভিযোগ দায়ের করেন নিহতের পিতা নুর ইসলাম।
মামলায় ঝিনাইদহের সাবেক পুলিশ সুপার আলতাফ হোসেন(চাকরিচ্যুত), সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, সাবেক এস আই নিরব হোসেন, সাবেক এস আই আশরাফুল আলম, সাবেক এস আই নাসির হোসেন, সাবেক পৌর মেয়র আশরাফুল আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান শিবলী নোমানী. সাবেক এমপি আনোয়ারুল আজীম আনারের পিএস আব্দুর রউফ, বারোবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, চাপালী নীমতলা ব্রিজ এলাকার রবিউল হাজীর ছেলে রাব্বীসহ আরও অজ্ঞাত৮/১০ জনকে আসামী করা হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয় ১৮ মার্চ ২০১৬ তারিখ দুপুর ২টার সময় কালীগঞ্জ পৌরসভার চাপালী গ্রামের লস্কার পাড়া নিজচ বাড়ির সামনের রাস্তা হতে আবুজার গিফারীকে পোষাকধারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তুলে নিয়ে যায়।
এরপর ১৩ এপ্রিল ২০১৬ তারিখে যশোর জেলার সদর থানার হৈবৎপুর ইউনিয়নের লাউখালির বিরামপুর শ্মশান ঘাটে কথিত বন্ধুক যুদ্ধের নামে গুলি করে তাকে হত্যা করে ফেলে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামলার এজাহার হিসেবে গ্রহণ করতে কালীগঞ্জ থানাকে নির্দেশ দিয়েছেন।
No comments