কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের নতুন কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত
রোকনুজ্জামান কোটচাঁদপুর থেকে -
“হাসি মুখে রক্তদান, বাঁচতে পারে লক্ষ প্রাণ” এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের নতুন কমিটি গঠনে উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল কোটচাঁদপুর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় কনফারেন্স হল রুমে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইছাহক আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মফিজুর রহমান (মফিজ), বিশিষ্ট ব্যবসায়ী সোহরাব হোসেন, ব্যবসায়ী রবিউল ইসলাম (খোকন), নিউ লাইফ হাসপাতালের পরিচালক ডা. হাসানুজ্জামান (জনি), সাংবাদিক ও মানবাধিকার কর্মি রেজাউল করিম, সাংবাদিক আশরাফুজ্জামান, সাংবাদিক রোকনুজ্জামান।
এ সময় ১ বছর মেয়াদী নতুন কমিটির সভাপতি হন শিক্ষক মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক আঃ আলিম ও অর্থ সম্পাদক হন মেহেদী হাসান। পরিচালনা পর্ষদ এর পরিচালক নির্বাচিত হন সরকারী কেসি কলেজ ঝিনাইদহ এর অধ্যাপক আলমগীর হোসাইন। ৫ বছর যাবত কয়েক হাজার রক্তের চাহিদা পুরণসহ প্রতিনিয়ত এলাকার অসুস্থ রোগীদের বিনা মূল্যে রক্তের প্রয়োজন মিটিয়ে চলেছে এই স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠানটি।
কোটচাঁদপুর ব্লাড ব্যাংক পরিচালক আলমগীর হুসাইন বলেন, আমরা কোটচাঁদপুর সহ বাংলাদেশের বিভিন্ন এলাকার মানুষের জন্য বিনা মূল্যে রক্তের ব্যবস্থা করে থাকি। পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, ভালোবাসা এবং মানবিক সমাজ কাঠামো গড়ে তোলার জন্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কোটচাঁদপুর ব্লাড ব্যাংক রক্ত ও মানবিক সহযোগিতার মাধ্যমে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, সকলের সহযোগীতা ছাড়া কোন ব্যক্তি বা সংগঠনের একার পক্ষে মুমূর্ষু রোগীর জন্য রক্তের চাহিদা পূরণ করা সম্ভব না এক্ষেত্রে তিনি অত্র এলাকার সচেতন মহলের সর্বাত্বক সহযোগীতা কামনা করে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের পরিচালনা পরিষদ পরিচালক আলমগীর হুসাইন, ওমর ফারুক, আব্দুল আলিম, নাহিদ হাসান বাঁধন, ইমরান নাজির,ইনারুল হাসান,স্বপন হোসেন, আলিম হোসেন সহ সংগঠনের বিভিন্নপর্যায়ের দায়িত্বে থাকা শুভাকাঙ্ক্ষী ও স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।
No comments