কোটচাঁদপুরে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আল ফালাহ সেন্টারের মতবিনিময় সভা ও প্রীতিভোজ

মোঃ জাহাঙ্গীর আলম,স্টাফ রিপোর্টার- ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আল ফালাহ ইসলামী সেন্টারের মতবিনিময় সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৩০শে নভেম্বর) দুপুরে মাওলানা তাজুল ইসলাম এর সভাপতিত্বে ও মাস্টার মশিউর রহমান এর উপস্থাপনায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক অধ্যাপক মতিয়ার রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মহেশপুর উপজেলা চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজ সেবক অধ্যক্ষ আব্দুল হাই। অন্যান্যদের উপস্থিত ছিলেন মাস্টার আজিজুর রহমান, মাওলানা মতিউর রহমান খান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোয়াবিয়া হুসাইন, মাওলানা আসাদুজ্জামান শের আলী, মাওলানা নাজির আহমেদ, মাস্টার রেজাউল ইসলাম, মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, সাফদারপুর দারুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ জাকির হোসাইন প্রমুখ। বক্তারা বলেন আল ফালাহ ইসলামি সেন্টারের মাধ্যমে সামাজিক কাজ করা হয়। গরীব অসহায় মানুষের চিকিৎসা সেবা প্রদান করা হয়।

No comments

Powered by Blogger.