কালীগঞ্জে বিনামূল্যে শারিরীকি ও মানুষিক প্রতিবন্ধী রোগীদের সরকারি সেবা প্রদান
রবিউল ইসলাম স্টাফ রিপোর্টার-
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৭ নং রায়গ্রাম ইউনিয়ন পরিষদের সামনে শাররিক ও মানুষীক প্রতিবন্ধী রোগীদের দুই দিন ব্যাপি সরকারি সেবা প্রদান কার্যক্রম শুরু হয়েছে ।
বুধবার (৬ অক্টোবর) সকাল ১০ টায় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে এ সেবা কার্যক্রম শুরু হয় । সেবা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক সুজাউদ্দিন মাহমুদ পিয়াল।
সরজমিনে দেখা যায়, রায়গ্রাম ইউনিয়ন পরিষদের সামনে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ ভ্রাম্যমান গাড়িতে ডাঃ মো শামিম হোসেন ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত রোগীদের বিনা মূল্যে পরামর্শ ও ফিজিও থেরাপী প্রদান করছেন। এ সময় জামাল হোসেন নামের এক রোগীর স্বজন জানান, আমার মাকে নিয়ে ডাক্তার দেখিয়েছি। ডাক্তার অনেক ভাল পরামর্শ দিয়েছেন। নিয়মিত এমন ব্যবস্থা থাকলে অনেক ভাল হয়।
রোগীদের সেবা প্রদানের সময় প্রতিবেদককে ডাঃ শামিম জানান, সরকারী উদ্যোগে আমরা রোগীদের সেবা প্রদান করছি। আমাদের কার্যক্রম এখানে দুই দিন চলমান থাকবে।
কালীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক সুজাউদ্দিন মাহমুদ পিয়াল জানান, এটি নিঃসন্দেহে মহৎ উদ্যোগ। এমন কার্যক্রম চলামান থাকলে অসহায় গরীব রোগীরা উপকার পাবে। এমন কার্যক্রমের ধারাবাহিকতা থাকা আবশ্যক।
No comments