কোটচাঁদপুরে ইঁদুর দমন অভিযান উপলক্ষে আলোচনা সভা

রোকনুজ্জামান কোটচাঁদপুরঃ "ছাত্র-শিক্ষক-কৃষক ভাই, ইঁদুর দমনে সহযোগিতা চাই” এই প্রতিপাদ্য সামনে নিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুরে জাতীয় ইঁদুর দমন অভিযান-২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা কৃষি অফিসারের কার্যালয় কোটচাঁদপুরের আয়োজনে অফিসার্স ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উছেন মে, উপজেলা ,কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা জিল্লুর রহমান ,পসিনিয়র মৎস্য কর্মকর্তা দীন ইসলাম, পল্লীসঞ্জয় কর্মকর্তা শাইলা শারমিন, কৃষি বিদ নাজমুল সাখিব, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ টিপু সুলতান। এ ছাড়া উপস্থিত ছিলেন, উপকারভোগী কৃষক।

No comments

Powered by Blogger.