ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার-

কালিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও প্রবীণ সাংবাদিক মরহুম মোস্তফা আবদুল জলিলের রুহের মাগফেরাত কামনায় হাসপাতাল সড়কস্থ বিএনপির দলীয় কার্যালয়ে ১৪.১২.২৪ইং তারিখ বিকাল ৩টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল, বিকাল ৪টায় শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে দোয়া মাহফিল ও ৫টায় আগামী ১৬ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করে কালিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি। উক্ত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কালিগঞ্জ পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব আতিয়ার রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-০৪ আসনের গণমানুষের নেতা কালিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জনাব হামিদুল ইসলাম হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লাল্টু, উপজেলা বিএনপির সদস্য আনোয়ারুল ইসলাম রবি, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম মোল্ল্যা, সদস্য  গোলাম রব্বানী, জুমারত আলী জুম্মা, আবু জাফর, নাজমুল হাসান তিতাস, বিএনপি নেতা মোহাম্মদ আলী খান  সহ বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ। 

উক্ত দোয়া মাহফিলে উপস্থিত সকল নেতৃবৃন্দ মরহুম মোস্তফা আব্দুল জলিলের রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন। 

উক্ত দোয়া মাহফিল শেষে ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে সকল  শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে কালিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি। 

আলোচনা সভা শেষে উপস্থিত সকল নেতৃবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দীর্ঘায়ু মঙ্গল কামনা এবং শহীদ বুদ্ধিজীবিদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন।










No comments

Powered by Blogger.