ঝিনাইদহে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক জেলা কাউন্সিল অনুষ্ঠিত: সভাপতি হারুন -সম্পাদক ফারুক

 


মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার-

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঝিনাইদহ জেলা শাখার আয়োজনে দ্বি-বার্ষিক জেলা কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা অফিস কক্ষে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। 
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর ঝিনাইদহ জেলা সভাপতি হারুন আর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - যশোর-কুষ্টিয়া অঞ্চল বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পরিচালক মোঃ আক্তারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঝিনাইদহ জেলার প্রধান উপদেষ্টা ও জেলা আমীর এবং ঝিনাইদহ-২ আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক আলী আজম মোঃ আবুবকর। আরও উপস্থিত ছিলেন -
যশোর-কুষ্টিয়া অঞ্চল বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সহকারী-পরিচালক অধ্যাপক মশিয়ার রহমান। জেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য গান্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ড.মনোয়ার হোসেন প্রমুখ। 

উক্ত কাউন্সিলে - যশোর-কুষ্টিয়া অঞ্চল বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পরিচালক আক্তারুজ্জামান তিনি দুই বছরের জন্য হারুন আর রশিদ কে সভাপতি এবং মাওলানা মোহাম্মদ ফারুক হোসেনকে সেক্রেটারিসহ মোট ৩৫ সদস্য কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।

No comments

Powered by Blogger.