কোটচাঁদপুরে টাকার বিনিময়ে কৃষকদলের কমিটি গঠনের অভিযোগ ॥ প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা কৃষকদলের কমিটি বিপুপ্তি ঘোষনা ও জেলা কৃষকদলের আহবায়ককে বহি:স্কারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন কোটচাঁদপুর উপজেলা বিএনপি ও কৃষক দলের নেতৃবৃন্দ। রোববার বিকেলে কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয়, বিগত ১৬ বছর যারা বিএনপির সাথে ছিলেন না, যাদের নামে একটিও মামলা হয়নি, তাদেরকে নিয়ে কোটচাঁদপুর উপজেলা কৃষকদলের কমিটি গঠন করা হয়েছে। জেলা কৃষকদলের আহবায়ক ওসমান আলী অনৈতিক সুবিধা নিয়ে তাদের দিয়ে এই কমিটি করেছেন। কোটচাঁদপুরের কোন বিএনপির নেতা-কর্মীরা এই কমিটি সম্পর্কে কিছুই জানেন না। যারা কোটচাঁদপুরের গণতন্ত্রমুক্ত করেছেন তাদেরকে এই কমিটিতে রাখা হয়নি। এধরণের কমিটি করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা উপেক্ষা করা হয়েছে।
সংবাদ সম্মেলন থেকে নেতৃবৃন্দ অবিলম্বে কোটচাঁদপুর উপজেলা কৃষক দলের এই কমিটি বিলুপ্তি ঘোষনা করে নতুন কমিটি গঠনের দাবি ও অনৈতিক সুবিধা নেয়ার কারনে জেলা কৃষকদলের আহবায়ক ওসমান আলীকে বহি:স্কার করার দাবি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সহ সভাপতি আবু বকর বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইকরামুল হক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুজ্জামান মিয়া, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেকজাউল হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও কৃষক দলের সভাপতি প্রার্থী মোহাম্মদ আলী, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জামান তুহিন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জেলা কৃষকদলের আহবায়ক ওসমান আলী বলেন, আমি নিজের স্বাধীন মতো কোন কমিটি করতে পারিনি। আমার হাত-পা বাঁধা। আমাকে কেন্দ্র থেকে যেভাবে কমিটি করতে বলেছেন সেইভাবেই হয়েছে। আমার নিজের ইচ্ছে মতো জেলা ৬ উপজেলার মধ্যে শুধু কালীগঞ্জ উপজেলা কৃষকদলের কমিটি করতে পেরেছি। আর সবখানেই বাঁধাগ্রস্ত হয়েছি। নিজেরা কমিটি করে সাজিয়ে নিয়ে এসে আমাকে বলা হচ্ছে সই করেন। আমার কিছুই করার নেই। তিনি আক্ষেপ করে বলেন আমার কাছে কি আর কিছু শুনতে চান?
No comments