ঝিনাইদহের কালীগঞ্জে অস্ত্র ও গুলিসহ আটক ২
স্টাফ রিপোর্টার-
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার তেঘরিহুদা গ্রাম থেকে অস্ত্র-গুলি, অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম ও নগদ টাকাসহ দুইজনকে আটক করেছে যৌথবাহিনী। রবিবার গভীররাতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- তেঘরিহুদা গ্রামের রুস্তম মন্ডলের ছেলে লাল মিয়া ও নুরুজ্জামানের ছেলে জাহাঙ্গীর আলম। এসময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি ১টি পাইপগান, ৩ রাউন্ড রাইফেলের গুলি, ১ রাউন্ড শটগানের গুলি, ২টি রাইফেলের গুলির খোসাসহ অস্ত্র তৈরির সরঞ্জাম ও নগদ ২১ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, রবিবার গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার তেঘরিহুদা গ্রামে অস্ত্র তৈরি করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। সেখান থেকে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আজ সোমবার কালীগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
No comments