কোটচাঁদপুরে ব্লাড ব্যাংকের ৭ম প্রতিষ্ঠা বার্ষিক পালিত

 


রোকনুজ্জামান কোটচাঁদপুরে থেকে :

হাসি মুখে রক্তদান, বাঁচতে পারে লক্ষ প্রাণ, এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে স্বেচ্ছাসেবী সংগঠন কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পৌর পাঠাগার থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের বিভিন্নসড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়। 
অনুষ্ঠান আব্দুল আলিমের পরিচালনা এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমানুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র কলেজের প্রভাষক আলমগীর হুসাইনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কোটচাঁদপুর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার, মুন্না বিশ্বাস, কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ, কবির হোসেন মাতুব্বর।
এছাড়াও অনুষ্ঠানে কোটচাঁদপুর ব্লাডব্যাংকের বন্ধু সংগঠন হিসেবে উপস্থিত ছিলেন, যশোর ব্লাড ব্যাংক, মানব সেবা ফাউন্ডেশন বাংলাদেশ, অনির্বাণ ব্লাড ডোনার ক্লাব, মানব সেবা সংগঠন গৌরীনাথপুর,আলামপুর স্বেচ্ছাসেবক সংস্থা, বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি এলাঙ্গী রক্তদান ক্লাব, কোটচাঁদপুর রেড ক্রিসেন্ট সোসাইটি ও জীবন বাঁচাতে রক্তদান ফাউন্ডেশন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বন্ধু সংগঠনদের সম্মাননা স্মারক ক্রেস প্রদান করেন অনুষ্ঠানের অতিথি বৃন্দরা।

No comments

Powered by Blogger.