ঝিনাইদহে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস পালিত
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে আন্তর্জাতিক ক্লিনএনার্জি দিবস পালিত হয়েছে। কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশীপ-সিডিপি‘র আয়োজনে ব্রেডফরদ্যাওয়ার্ল্ড-এর সহযোগিতায় প্রোসিড প্রকল্প বাস্তবায়নে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস পালিত হয়। এ উপলক্ষে রোববার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান মাধ্যমিক বিদ্যালয়ের অডিটরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমড়াবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সমাজসেবক মোঃ হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাড. এম.এ. খালেক মালিতা, অব: প্রধান শিক্ষক, মো: জহির রায়হান, সমাজ সেবক ও পরিবেশবিদ এবং সংরক্ষিত আসনের মেম্বর তহমিনা মিম, ভিআরসির নীলকান্ত বিশ্বাস । সভায় সভাপতিত্ব করেন নগরবাথান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তৈয়ব হোসেন। আর্ন্তজাতিক ক্লিন এনার্জি দিবস এর লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন সিডিপির এরিয়া কো-অর্ডিনেটর মোঃ হাবিবুর রহমান। পরিচ্ছন্ন পুনর্নবীকরণযোগ্য এবং টেকসই শক্তি ব্যবহারের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও জীবাশ্ম জ্বালানী নির্ভরতাহ্রাস এর বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠার শেষে অংশ গ্রহণকারীদের মধ্যে ৪ জনকে এনার্জি সেইভ (বাল্ব) পুরুস্কার বিতরণ করা হয়। কুমড়াবাড়ীয়া ইউনিয়নের ১৩টি গ্রাম থেকে সমাজসেবক, শিক্ষক, ব্যবসায়ীক, ছাত্র-ছাত্রী, গৃহিনী, জনপ্রতিনিধি, এনজিওকর্মীসহ ১৩০ জনসভায় অংশগ্রহণকরে। অনুষ্ঠানটি পরিচালনা করেন ঝিনাইদহ সিডিপি রিসোর্স মোবিলাইজেশন এন্ড পার্টনারসীপ অফিসার পারভীন নাহার।
No comments