মোচিক শ্রমিক ইউনিয়ন নির্বাচনের ফলাফল গ্রহণ করেনি শ্রম অধিদপ্তর
বনি আমিন, স্টাফ রিপোর্টার :
হাইকোর্টের নির্দেশনা অমান্য করেই মোবারকগঞ্জ চিনিকল (মোচিক) শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হওয়ায় নির্বাচনের ফলাফল গ্রহণ করেনি শ্রম অধিদপ্তর। একই সঙ্গে এ নির্বাচনে ইউনিয়নের তহবিল থেকে খরচ হওয়া অর্থ ১৬ ফেব্রুয়ারির মধ্যে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে অধিদপ্তর।
গত বৃহস্পতিবার কুষ্টিয়া আঞ্চলিক শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক জহিরুল হোসেন স্বাক্ষরিত এক পত্রে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিরন্ময় বিশ্বাসের কাছে এ আদেশ পাঠানো হয়। ওই চিঠির অনুলিপি ঝিনাইদহ জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), মোচিকের ব্যবস্থাপনা পরিচালক এবং চিনিকল শ্রমিক ইউনিয়নের কাছে পাঠানো হয়েছে।
শ্রম অধিদপ্তরের আদেশ অনুসারে, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী মোচিক শ্রমিক-কর্মচারী ইউনিয়নের ২০২৫ সালের নির্বাচন আয়োজনের কথা ছিল। তবে নির্বাচন পরিচালনা কমিটি ওই নির্দেশনা অমান্য করে গত ৫ জানুয়ারি ভোটগ্রহণ সম্পন্ন করে এবং চূড়ান্ত ফলাফল শ্রম অধিদপ্তরে জমা দেয়। শ্রম অধিদপ্তর সেই ফলাফল গ্রহণ না করার সিদ্ধান্ত জানিয়েছে।
এ বিষয়ে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিরন্ময় বিশ্বাস বলেন, “শ্রম অধিদপ্তরের চিঠির বিষয়টি আমি শুনেছি। আমাদের করা নির্বাচনের ফলাফল অধিদপ্তর গ্রহণ না করলে আমার কিছুই করার নেই। তবে নির্বাচনে ইউনিয়নের তহবিলের কোনো অর্থ ব্যয় হয়নি। প্রার্থীদের মনোনয়ন ফি থেকে প্রাপ্ত অর্থ দিয়েই নির্বাচনী খরচ পরিচালনা করেছি।”
ঘটনাটি নিয়ে মোবারকগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
এ ঘটনার পর থেকে মিলের শ্রমিকদের মধ্যে বিভ্রান্তি ও উত্তেজনা বিরাজ করছে। অনেকেই এ বিষয়ে শ্রম অধিদপ্তরের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।
No comments