অতিরিক্ত জেলা প্রশাসকের পদোন্নতি পেলেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উছেন মে

 


রোকনুজ্জামান কোটচাঁদপুর থাকে :

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উছেন মে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসাবে পদোন্নতি পেয়েছেন। নিজের কর্মদক্ষতা, সরকারি নির্দেশ বাস্তবায়ন ও উপজেলার উন্নয়ন প্রকল্পে বিশেষ অবদানের স্বীকৃতি হিসাবে এ পদোন্নতি পেয়েছেন বলে জানা যায়।


পাশাপাশি তিনি উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। উছেন মে ৩৪ তম বিসিএস ব্যচের কর্মকর্তা। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়া শেষ করেন।

এর আগে রবিবার ২৬ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে (পদায়িত জেলায়) কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ (ফৌজদারি কার্যবিধি) এর ১০ (২) ধারার বিধান অনুযায়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো।

২০২৩ সালের ১২ মার্চ কোটচাঁদপুর উপজেলায় নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেন, উছেন মে। দীর্ঘসময় কোটচাঁদপুর উপজেলার দায়িত্বকালীন সময়ে সকল শ্রেণি-পেশার মানুষের আন্তরিক সহযোগিতা পেয়েছেন বলে জানান, এডিসি উছেন মে।

No comments

Powered by Blogger.