মহেশপুরে জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত

 


ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের মহেশপুরে জামায়াতে ইসলামের যুব বিভাগের যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মহেশপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা সামন্তা বাজারে শনিবার বিকেলে এ সমাবেশের আয়োজন করে কাজিরবেড় ইউনিয়ন যুব বিভাগ। সমাবেশে সীমান্তবর্তী কয়েকটি ইউনিয়নের যুব বিভাগের সদস্যসহ নানা শ্রেনী পেশার কয়েক হাজার মানুষ অংশ নেয়।

কাজিরবেড় ইউনিয়ন জামায়াতে আমির মো.মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আব্দুল হাই, স্থানীয় জনপ্রতিনিধি মাওলানা আব্দুল আলীসহ যুব বিভাগের নের্তৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন কাজিরবেড় ইউনিয়ন যুব বিভাগের সভাপতি প্রকৌশলী মো.জহুরুল হক।

সমাবেশে যুবসমাজকে ন্যায়বিচার, উন্নয়ন, এবং মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে আসার আহবান জানানো হয়।



No comments

Powered by Blogger.