কোটচাঁদপুরে তারুণ্যর উৎসব উৎযাপন উপলক্ষে দিনব্যাপী পিঠা উৎসব

 


রোকনুজ্জামান কোটচাঁদপুর থাকে -

ঝিনাইদহে কোটচাঁদপুরে সব্দুল সরদার মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজে তারুণ্যর উৎসব উৎযাপন উপলক্ষে দিনব্যাপী অনু্ষ্ঠিত হলো পিঠা উৎসব।
রবিবার দিনব্যাপী পিঠা উৎসবে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তৈরি করেন, চন্দ্রপুলি,ভাপা, নকশি,
গোকুল, চিতই,পাটিসাপটা, আন্দোশা, বিস্কুট পিঠা ও তালের পিঠাসহ প্রায় ৫০ প্রকার পিঠার বর্ষা সাজিয়ে বসান। এছাড়াও হরেক রকম নাম দিয়ে স্টোল গুলো সাজানো ছিল বেশ চোখে পড়ার মতো। এই খবরে বিদ্যালয়ে ছুটে আসেন, ওই এলাকার বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা। আসেন এলাকার যুব যুবতি ও বৃদ্ধারাও। এই পিঠা উৎসবকে ঘিরে বিদ্যালয়ে তৈরি হয় এক মিলন মেলা। চলে পিঠা কেনা বেচার ধুম। যা কিনতে ও খেতে পেরে খুশি সবাই।
পিঠার নাম শুনলেই জিভে জল আসেনা এমন মানুষ পাওয়া যাবে না। পিঠা বাঙালির জীবন ও সাংস্কৃতির এক অবিচ্ছেদ্য  অংশ। হরেক রকম পিঠার সাথে পরিচিত হতেই পিঠার ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছর এমন আয়োজন করে প্রতিষ্ঠানটি।
পিঠা খেতে আসা এক ক্রেতা বলেন , আমার নাম মিষ্টি এই পিঠা মেলার খবর পেয়ে আমি পিঠা খেতে এসেছি। এমন পিঠা উৎসব আগে কখনও দেখিনি। খবর পেয়ে দেখতে আসলাম। মেলায় আসতে পেরে খুব ভালো লাগছে। আমি চাই যেন কর্তৃপক্ষ প্রতি বছর এমন মেলার আয়োজন করুক।
পিঠার ঐতিহ্য ও ইতিহাসকে ধরে রাখতে প্রতিবারই এমন আয়োজন চাই এখানকার স্থানীয় দর্শনার্থীরা।

No comments

Powered by Blogger.