ঝিনাইদহের কালীগঞ্জে পুকুরপাড় থেকে ১৪টি দেশীয় অস্ত্র উদ্ধার
স্টাফ রিপোর্টার :
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাজীপুর মুন্দিয়া গ্রামে পরিত্যক্ত অবস্থায় ১৪টি মরিচাধরা দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৮ জানুয়ারি) রাত ৮টার দিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার ওসি মোঃ শহিদুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছান। হাজীপুর মুন্দিয়া গ্রামের হযরত আলীর বাড়ির পিছনের পুকুরপাড় থেকে বস্তাবন্দী অবস্থায় পুরনো এসব রাম দা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।ওসি মোঃ শহিদুল ইসলাম জানান, অস্ত্রগুলো থানায় আনা হয়েছে এবং তদন্ত চলছে। তবে কে বা কারা এসব অস্ত্র এখানে ফেলে রেখেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয়দের মতে, এমন পরিত্যক্ত অস্ত্রের সন্ধান পাওয়া এলাকায় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা এ ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন।
No comments