কালীগঞ্জ রিক্সা ভ্যান চালক ইউনিয়ন নির্বাচনে দাউদ হোসেন সভাপতি শরিফুল ইসলাম সম্পাদক নির্বাচিত

 


এম, শাহজাহান আলী সাজু \

কালীগঞ্জ উপজেলা রিক্সা ভ্যান চালক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মোঃ দাউদ হোসেন ও সাধারন সম্পাদক পদে মোঃ শরিফুল ইসলাম বিজয়ী হয়েছে। বুধবার সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোট গ্রহন করা হয়। শহরের মেইন বাস্স্ট্যান্ডে অবস্থিত ইউনিয়ন ভবনের সামনে স্থাপিত ভোট কেন্দ্রে এ ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। ইউনিয়নের মোট ১হাজার ৬৭২জন ভোটারের মধ্যে ১ হাজার ৬৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে দাউদ হোসেন চেয়ার প্রতিকে ৫০২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি তাহের আলী গরুর গাড়ি প্রতিকে পেয়েছেন ৪৫১ ভোট। সাধারন সম্পাদক পদে শরিফুল ইসলাম মোরগ প্রতিকে ৬১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি  গাজি আব্দুর রাজ্জাক রিক্সা প্রতিকে পান ৩৮৩ ভোট। 

এছাড়া নির্বাচনে সহ-সভাপতি পদে বাবলুর রহমান, সহ-সাধারন সম্পাদক মোঃ মিন্টু রহমান, সাংগঠনিক সম্পাদক শ্রী খোকন দাস, কোষাধাক্ষ্য (বিনা প্রতিদ্ব›িদ্বতায়) আব্দুল কুদ্দুস, প্রচার সম্পাদক আব্দুর রহিম, সদস্য মিলন মিয়া, আজিজুর ইসলাম, রবিউল ইসলাম এবং মোঃ আসলাম নির্বাচিত হন। 

নির্বাচনে প্রিজাইডং অফিসার রাশেদ সাত্তার তরু রাত ৮টার দিকে ভোট গণনা শেষে ফলাফল ঘোষনা করেন। 



No comments

Powered by Blogger.