Home
/
টপ নিউজ
/
গোমর ফাঁস হওয়ায় বন্ধ হচ্ছে কালীগঞ্জ ডায়াবেটিক সমিতির নির্বাচন: কয়েকজন প্রার্থী ছাড়া অধিকাংশ সদস্যই জানে না নির্বাচনের খবর
গোমর ফাঁস হওয়ায় বন্ধ হচ্ছে কালীগঞ্জ ডায়াবেটিক সমিতির নির্বাচন: কয়েকজন প্রার্থী ছাড়া অধিকাংশ সদস্যই জানে না নির্বাচনের খবর
রবিউল ইসলাম,স্টাফ রিপোর্টার -
শনিবার ২২ শে ফেব্রুয়ারী ছিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। অথচ ভোটে অংশ নেওয়া কয়েকজন প্রার্থী ছাড়া অধিকাংশ সদস্যই জানে না, কবে কখন বা কিভাবে হচ্ছে তাদের সংগঠনটির নির্বাচন। ঝিনাইদহের কালীগঞ্জ ডায়াবেটিক সমিতি নামে সংগঠনটির কাগুজে কলমে নির্বাচন করার গোপন তথ্য ও গোমরটি ফাঁস হয়ে পড়াতে তা এখন শহরে মুখরোচক গল্পে রুপ নিয়েছে। সর্বশেষ এ নিয়ে গণমাধ্যম কর্মীদের তৎপরতায় কাগুজে কলমের ওই নির্বাচনের আয়োজনটি পন্ড হচ্ছে বলে তথ্য পাওয়া গেছে।
সংগঠনটির মোট ৪৩ জন সদস্যের মধ্যে শহরের ফয়লা গ্রামের সাবেক পৌর কাউন্সিলর বজলুর রশিদ নান্নু, ব্যবসায়ী শাহাবুদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, জহুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আজিজুল খা ও সাকলায়েন মুরাদ সহ প্রায় ৩০ জন সদস্যের একই ভাষ্য, তাদের ডায়াবেটিক সমিতির নির্বাচন নিয়ে তারা কিছুই জানেন না। তারা বলেছেন, সংগঠনের এজিএম বা বার্ষিক সাধারন সভা করা হয়নি। এখন সাংবাদিকদের মাধ্যমে শুনলাম নির্বাচন হচ্ছে। কিন্তু কোন নিয়ম ছাড়াই কিভাবে নির্বাচন হবে তা তাদের বোধগম্য হচ্ছে না।
নির্বাচন বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, কালীগঞ্জ ডায়াবেটিক সমিতি সংগঠনটির ত্রি-বার্ষিক নির্বাচনের জন্য গত ৩০ শে জানুয়ারী তফশীল ঘোষনা করা হয়। তফশীলের কপিটি অত্র সংগঠন ও উপজেলা সমাজ সেবা অফিসের নোটিশ বোর্ডে টাঙ্গানোর কথা কিন্তু ২১ ফেব্রয়ারী শুক্রবার মনোনয়নপত্র বিক্রয়ের দিনে সরেজমিনে অত্র সংগঠন ও সমাজ সেবা অফিসে গেলে নির্বাচন সংশ্লিষ্ট কাউকেই পাওয়া যায়নি। এমনকি সেখানে কোন নোটিশ বোর্ডও দেখা যায়নি। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, ডাঃ ইউনুচ আলী ও সাজ্জাত হোসেন নামের ৩ জনকে নিয়ে এ নির্বাচন পরিচালনার জন্য এক কমিটি করা হয়েছে। পদ ভাগাভাগির পাতানো একটি নির্বাচন করতে যা একটি কাগুজে ফাইলের মধ্যে আটকে আছে। শনিবার পর্যন্ত খোঁজ নিয়ে জানা গেছে মোট ১৫ টি পদের মধ্যে মাত্র ৪ টি মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে। এরমধ্যে সভাপতি পদে-দুইজন, সাধারন সম্পাদক পদে একজন ও সহ-সাধারন সম্পাদক পদে এক জন ওই ফর্ম তুলেছেন। বাকী ১১ টি পদে কেউই মনোনয়ন ফর্ম নেয়নি বলে জানা গেছে।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সদস্য কালীগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, কালীগঞ্জ ডায়াবেটিক সমিতির দ্বায়িত্বপ্রাপ্ত সদস্যরা সংগঠনটির সদস্যদের তালিকা দিয়ে নির্বাচন করার জন্য বলেছিল। এ মর্মে তিনি একটি স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তিও দিয়েছেন। তবে সংগঠনটি কিভাবে এজিএম করে নির্বাচনের সিদ্ধান্ত দিয়েছে তা তিনি জানেন না। এখন এই নির্বাচন নিয়ে নানা জটিলতা সামনে এসেছে। তিনি জানান, এসব কারনে নির্বাচন বন্ধ করার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। আজ শনিবার ছুটির দিন হওয়ায় রোববার নির্বাচন বন্ধের ঘোষনা দিবেন বলে যোগ করেন তিনি
No comments