কোটচাঁদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর ঝিনাইদহ থেকে -
ঝিনাইদহের কোটচাঁদপুরের বড় বামনদহ গ্রামের প্রাইমারি স্কুল সংলগ্ন পৌরসভার পুকুরের পানিতে ডুবে ফায়েজ হোসেন নামে ২ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশু ফায়েজ একই গ্রামের রাশিদুলের এক মাত্র ছেলে। শিশুটির চাচা রাজিব হোসেন জানান শনিবার বিকেলে শিশুটি খেলতে খেলতে সবার অগোচরে পুকুরে পরে যায়। শিশুটিকে না পেয়ে পরিবারের লোকজন খোজাখুজি শুরু করেন। তারা এক পর্যায়ে দেখতে পান প্রাইমারি স্কুলের সামনের পুকুরে শিশুটি পানিতে ভেসে আছে। তারা উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনর্চাজ কবীর হোসেন মাতুব্বর জানান এ বিষয়ে আমাদের কে কেউ অবহিত করেনি। শিশু ফয়েজ রাশিদুলের এক মাত্র ছেলে। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে আসে।
No comments