Home
/
টপ নিউজ
/
কোটচাঁদপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন শীর্ষক কর্মশালা ও বই বিতরণ অনুষ্ঠিত
কোটচাঁদপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন শীর্ষক কর্মশালা ও বই বিতরণ অনুষ্ঠিত
মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহ
ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে মাওলানা শামসুল হক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় কোটচাঁদপুর কামিল মাদ্রাসার হল রুমে অধ্যক্ষ বাহারুল ইসলাম এর সভাপতিত্বে ও মুহাদ্দিস আব্দুল কাইয়ুম এর উপস্থাপনায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর মহেশপুর গণমানুষের নেতা ও বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ-শিক্ষাবিদ অধ্যাপক মতিয়ার রহমান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব ইলিনয় আরবানা চ্যাম্পেইন (যুক্তরাষ্ট্র) এর প্রাক্তন অধ্যাপক ডক্টর মুহাম্মদ আল ফারুক। তিনি বলেন সফল হতে হলে অবশ্যই পড়ালেখা মনোযোগ সহকারে করতে হবে। কুরআন ও সুন্নাত অনুযায়ী নিজেকে গড়ে তুলতে হবে। দুনিয়ায় যেমন সফল হতে হবে তেমনি পরকালেও আল্লাহর প্রিয় বান্দা হিসেবে জান্নাত লাভ করতে হবে।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সাবেক পরিচালক জিয়াউল হক শামীম, মাওলানা শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি ব্যারিস্টার আছাদুজ্জামান (লন্ডন, যুক্তরাজ্য)।
তাছাড়া আরও উপস্থিত ছিলেন মদনপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মতিউর রহমান খান, চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল লতিফ, কোটচাঁদপুর কামিল মাদ্রাসার উপাধাক্ষ আসাদুজ্জামান শের আলী, কৃষি বিজ্ঞানী ডক্টর শফিকুল আক্তার বাবলু, মওদুদ হাসান CEO, School of Excellence, সাফদারপুর দারুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাকির হোসাইন সহ মাদ্রাসার প্রধানগণ ও শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রীবৃন্দ।
শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ড. মুজাম্মিল হক।
No comments