প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে জামায়াতের কর্মসূচি স্থগিত ঘোষণা



চিত্রা নিউজ ডেস্ক -

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ২৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। দলের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে প্রদত্ত এক বিবৃতিতে কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়ে বলেন, “দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ২৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। জামায়াতে ইসলামীর সিনিয়র নেতৃবৃন্দের অনুরোধের প্রেক্ষিতে সম্মানিত আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান তাঁর স্বেচ্ছায় গ্রেফতার হওয়ার কর্মসূচিও আপাতত স্থগিত রাখতে সম্মত হয়েছেন।”


No comments

Powered by Blogger.