কালীগঞ্জে অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি কোটি টাকা

 


রবিউল ইসলাম :

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে ১২টি দোকান। 
সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে এই অগ্নিকান্ডর ঘটনা ঘটে। এতে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে হঠাৎ একটি দোকানে আগুন ধরে যায়, যা মুহূর্তের মধ্যে আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খাবার পেয়ে কালিগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাজারের দীপক হোটেলের ঘর মালিক তরিকুল ইসলাম জানান, আমার দুইটা ঘর ছিল দুইটাই পুড়ে ছাই হয়ে গেছে। 
অগ্নিকান্ডে দীপকের হোটেল, মুদি, ইলেকট্রনিকসের দোকানসহ অন্যান্য দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, এতে তাদের প্রায় কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের (ভারপ্রাপ্ত) স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা রয়েছে, তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

No comments

Powered by Blogger.