ঝিনাইদহে এলজিইডি প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রকৌশলী আহসান হাবিবের বিরুদ্ধে প্রকল্প অনুমোদনের বিনিময়ে ঘুষ দাবির অভিযোগ উঠেছে। একাধিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঠিকাদার তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও অনিয়মের অভিযোগ এনেছেন
কালীগঞ্জ উপজেলার ৩নং কোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ জানান, হাট-বাজার উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করতে গেলে প্রকৌশলী আহসান হাবিব ২০% ঘুষ দাবি করেন। প্রথম দফায় ৫০ হাজার টাকা পরিশোধের পরই প্রকল্পের কাজ শুরু করা সম্ভব হয়েছিল।
একই ধরনের অভিযোগ করেন ৮নং মালিয়াট ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল খাঁ। তিনি বলেন, "আমার ইউনিয়নের হাট-বাজার উন্নয়ন প্রকল্পের অনুমোদনের জন্য আহসান হাবিব ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। আমি ঘুষ দিতে রাজি না হওয়ায় তিনি প্রকল্পের কাগজপত্র স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান। ফলে এখনো উন্নয়নকাজ শুরু করা সম্ভব হয়নি।"
স্থানীয় প্রশাসনের আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভায় একাধিকবার প্রকৌশলী আহসান হাবিবের বিরুদ্ধে অভিযোগ তোলা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
এলজিইডি দপ্তরের একাধিক ঠিকাদার ও নকশা অনুমোদনের আবেদনকারী—যারা পরিচয় প্রকাশে অনিচ্ছুক—তারা জানান, আহসান হাবিব প্রকাশ্যে দরদাম করে ঘুষ আদায় করেন। তারা অভিযোগ করেন, তিনি যোগদানের পর থেকেই সরকারি প্রকল্প বাস্তবায়নে বাধ্যতামূলকভাবে ঘুষ দিতে হচ্ছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা এলজিইডি প্রকৌশলী আহসান হাবিব বলেন, "আমি কখনো কারও কাছ থেকে টাকা গ্রহণ করি না। যদি কেউ অভিযোগ করে থাকে, তবে সেটি তার ব্যক্তিগত অভিমত। আপনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে কথা বললে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।"
এ বিষয়ে ঝিনাইদহ জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন বলেন, "প্রকৌশলী আহসান হাবিবের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
No comments