কালিগঞ্জে বিএনপি'র এক অংশের ইফতার পূর্ব আলোচনায় নির্বাচনী রোডম্যাপ না হলে ঈদের পর আন্দোলন– মুর্শিদা জামান বেল্টু



বনি আমিন, স্টাফ রিপোর্টার -

গণতান্ত্রিক অধিকার তথা ভোটাধিকার হরণ করার কুপ্রচেষ্টা কখনোই সফল হবে না। নির্বাচনের রোডম্যাপ অবিলম্বে ঘোষিত না হলে ঈদ-উল-ফিতরের পর রাজনৈতিক আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়বে— এমনই হুঁশিয়ারি উচ্চারণ করলেন বিএনপির কেন্দ্রীয় নেত্রী ও ঝিনাইদহ-৪ আসনের প্রাক্তন সংসদ সদস্য আলহাজ্ব এম শহিদুজ্জামান বেল্টুর সহধর্মিণী মুর্শিদা জামান বেল্টু।

তিনি বলেন, "একটি বিশেষ মহলের চক্রান্তে জাতির ভোটাধিকার খর্ব করার অপচেষ্টা মেনে নেওয়া হবে না। আসন্ন ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশন কর্তৃক রোডম্যাপ ঘোষণার বাধ্যবাধকতা রয়েছে। অন্যথায় ঈদ পরবর্তী সময়ে সরকারবিরোধী দুর্বার গণআন্দোলন সূচিত হবে।"

২০ রমজান (২১ মার্চ) বৃহস্পতিবার, সরকারি মহাতাব উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কালীগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আয়োজিত এক মহতী ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির আসন অলংকৃত করে তিনি এসব বাণী প্রদান করেন।

প্রয়াত স্বামী শহিদুজ্জামান বেল্টুর স্মৃতিচারণ করতে গিয়ে মুর্শিদা জামান বেল্টু দলীয় কর্মীদের চাঁদাবাজি, সন্ত্রাস ও অনৈতিক কর্মকাণ্ড বর্জন করে দলীয় স্বার্থে সর্বান্তঃকরণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, "আমরা তারেক রহমানের দুর্দম নেতৃত্বে এক নবতর বাংলাদেশ বিনির্মাণে আত্মনিয়োগ করব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চেতনাকে ধারণ করে এবং বেগম খালেদা জিয়ার সংগ্রামী নেতৃত্বকে অবলম্বন করে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সকলকে একতাবদ্ধ হতে হবে।"

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক তবিবুর রহমান মিনি। আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও সাবেক ভিপি ইসরাইল হোসেন জীবন, জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য রেজাউল ইসলাম নুনু, আশরাফ হোসেন স্বপন, সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল গাফফার, থানা বিএনপির সদস্য আনোয়ার হোসেন, পৌর বিএনপি নেতা মিরু খান, মিলন বিশ্বাস, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোর্তজা জিকো প্রমুখ।

ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকার অন্তর্গত বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত সহস্রাধিক নেতাকর্মী এ অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল আহমেদ।

ইফতার পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনান্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং প্রয়াত সংসদ সদস্য এম শহিদুজ্জামান বেল্টুসহ সকলের আত্মার মাগফিরাত ও সুস্বাস্থ্য কামনা করে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি দেশের সার্বিক কল্যাণ ও শান্তি প্রতিষ্ঠার জন্যও প্রার্থনা করা হয়।

No comments

Powered by Blogger.