কোটচাঁদপুরে ট্রেন থেকে দেড় কেজি কোকেন উদ্ধার
মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর থেকে-
ঝিনাইদহের কোটচাঁদপুরে কপোতাক্ষ ট্রেন থেকে প্রায় দেড় কেজি কোকেন উদ্ধার করেছে বিজিবি। (১০ এপ্রিল) বৃহস্পতিবার রাত ৮টার সময় রেলস্টেশন থেকে খুলনাগামী কপোতাক্ষ ট্রেনে তল্লাশি চালিয়ে ওই কোকেন উদ্ধার করা হয়। ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি রাজশাহী হতে খুলনাগামী ছেড়ে আসা কপোতাক্ষ ট্রেনে মাদকদ্রব্য যাচ্ছে। এ খবরে আমরা অভিযান চালাতে কোটচাঁদপুর স্টেশনে আগে থেকে অপেক্ষা করেছিলাম। এরপর স্টেশনে ট্রেনটি আসার পর ‘ঙ’ নম্বর বগিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার করা হয় মালিকবিহীন ১ কেজি ৬১৫ গ্রাম কোকেন।
যশোর জিআরপি থানার উপপরিদর্শক এসআই মনিতোষ কুমার বলেন, পরিত্যক্ত মাদকদ্রব্যে কোন মামলা হয় না। শুধুমাত্র মাদকদ্রব্য উদ্ধার দেখানো হয়।
কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কবির হোসেন মাতুব্বর বলেন, বিজিবি ট্রেন থেকে উদ্ধার করলে, সেটা রেলের থানায় মামলা হবে। আমাদের সঙ্গে তাদের কোন সম্পর্ক নাই।
No comments