মোচিকে ফটক সভা ও আগামী মে দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার -
দেশের দক্ষিণ -পশ্চিম অঞ্চলের ভারি শিল্প প্রতিষ্ঠান ঝিনাইদহ কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলে এক ফটক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) সকাল ৮টায় মোচিক অফিসের সামনে শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি শফিকুর রহমান রিংকুর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ফটক সভায় শ্রমিক কর্মচারীদের সামনে বক্তব্য রাখেন মোচিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সহ-সভাপতি সাহাদ আলী,সহ সাধারণ সম্পাদক, মিলন হোসেন, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম।এছাড়া শ্রমিক -কর্মচারী পক্ষে বক্তব্য রাখেন ইক্ষু বিভাগের সিআইসি সিরাজুল ইসলাম, টাইম কিপার আতিয়ার রহমান,
কারখানায় ডিজেল চালক আশরাফুল ইসলাম পিন্টু, পরিবহন চালক আব্দুস সামাদ,ইলেকট্রনিক বিভাগের রহুল কুদ্দুস, আশরাফুল ইসলাম বকুল, তৌহিদুল ইসলাম। আলোচনা সভায় বক্তারা চিনিকলের আখ বৃদ্ধি, শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন ভাতা সহ আগামী পহেলা মে দিবস পালন উপলক্ষে বক্তব্য রাখেন।
No comments