কোটচাঁদপুরে জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত

 


মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর  ঝিনাইদহ থেকে-

সত্য সমাগত মিথ্যা বিতাড়িত, সত্যের জয় অবশ্যম্ভাবী। আল কোরআনের এই নির্দেশকে সামনে নিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৯ এপ্রিল) বিকালে স্থানীয় আল ফালাহ ইসলামী সেন্টারে যুব বিভাগের আয়োজনে উক্ত যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে ও শাহাবুদ্দিন আহমেদ সাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর গণমানুষের নেতা  অধ্যাপক মতিয়র রহমান। 
বিশেষ অতিথি ছিলেন, কোট চাঁদপুর উপজেলা জামায়াতের যুব, মিডিয়া ও সাংস্কৃতিক বিভাগের সম্পাদক জনাব শরিফুল রহমান, যুব বিভাগের নেতারা। 

 প্রধান অতিথির বক্তৃতায় বলেন, ইসলাম বিজয়ের সবচেয়ে বেশি ভুমিকা রেখেছিলেন যুবকরা। মহান আল্লাহ কাছে যুবকদের ইবাদত সবচেয়ে বেশি প্রিয়। বাংলাদেশের বয়স ৫৪ বছর কিন্তু এখনো পর্যন্ত ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হয় নাই। মুসলিম অধ্যুষিত হলেও কোরানের শাসন জারি নাই। আগামীতে কোরানের শাসন প্রতিষ্ঠার জন্য যুবকদের অগ্রণী ভুমিকা পালন করার আহবান জানান তিনি ।

No comments

Powered by Blogger.