ঝিনাইদহের কোটচাঁদপুরে পৃথকভাবে দু'টি চুরি সংঘটিত হয়েছে।
রবিবার দিবাগত রাতে কোটচাঁদপুর উপজেলা পরিষদের নতুন ভবন ও বলুহর ইউনিয়নের ফুলবাড়ী সমাজকল্যাণ বাজারে মেসার্স সুমাইয়া ট্রেডার্স দোকানের সাটারের তালা কেটে নগদটাকাসহ এক লক্ষ পয়ত্রিশ হাজার টাকার মালামাল চুরি হয়েছে।
এব্যাপারে সুমাইয়া ট্রেডার্স এর মালিক আনোয়ার হোসেন কোটচাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সরকারি কলেজ, মহিলা কলেজ ও পৌর ভবনসহ বাসাবাড়ি এবং দোকানে চুরি সংঘটিত হয়েছিল।
এব্যাপারে এস আই ওমর ফারুক এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তদন্ত চলমান রয়েছে।
No comments