কালীগঞ্জে অবৈধ কারেন্ট জাল আটক এবং পুড়িয়ে ধ্বংস
রবিউল ইসলাম , স্টাফ রিপোর্টার -
ঝিনাইদহের কালীগঞ্জে জেলা প্রশাসনের টাস্কফোর্স টিম এক অভিযান চালিয়ে প্রায় ৬৫ লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ ও পুড়িয়ে ধবংশ করা হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্ষন্ত শহরের বড় বাজারের ৭টি দোকানে অভিযান চালিয়ে কারেন্ট জাল ও চায়না দুয়ারী জব্দ করা হয়। ঝিনাইদহ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্টেট তানভীর ইসলামের নেতৃত্ব এ অভিযানে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহেরসহ পুলিশ ও বিজিবির সদস্যরা অংশ নেন।
অভিযান টিমের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানভীর ইসলাম জানান, গোপন সংবাদ পেয়ে পুলিশ ও বিজিবি ফোর্স নিয়ে কালীগঞ্জ শহরের বড় বাজারে এক অভিযান চালান। এ সময় মাছ বাজার সংলগ্ন ৪টি প্রতিষ্টান থেকে ৯৯৫ কেজি অবৈধ কারেন্ট জাল ও ৭৬০ কেজি অবৈধ চায়না দোয়াড়ি জাল জব্দ করেন। যার মূল্য প্রায় ৬৫ লাখ টাকা। এছাড়াও একই অপরাধে আরো ৭ টি প্রতিষ্টানে ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়। ঝিনাইদহ জেলা টাস্কফোর্স টিমের এ অভিযানে মোট ১১টি মামলা করা হয়। শেষে দুপুরের পর জব্দকৃত অবৈধ জালগুলি উপজেলা চত্বরে নিয়ে পুড়িয়ে ধবংশ করা হয়।
নির্বাহী ম্যাজিষ্টেট আরো জানান, কারেন্ট জাল দিয়ে উন্মুক্ত জলাশয়ে চারা পোনা মাছ নিধন ছাড়াও তা পরিবেশের জন্য ক্ষতিকর। একারনে জব্দকৃত জাল পুড়িয়ে ধবংশ করা হয়েছে। আগামীতেও তাদের এমন অভিযান অব্যাহত থাকবে বলে যোগ করেন তিনি।
No comments