কালীগঞ্জে নির্বাচনী প্রস্তুতি সভায় জুলুমবিরোধী অবস্থানের ঘোষণা জামায়াত নেতাদের

 


 স্টাফ রিপোর্টার -
ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন যুব বিভাগের সভাপতি আব্দুল হামিদ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়াল বলেন, “সমাজে যতদিন জুলুম, অনাচার ও সন্ত্রাস চলবে, ততদিন আমাদের শান্তিপূর্ণ লড়াই অব্যাহত থাকবে।”

সভায় প্রধান আলোচক ছিলেন ঝিনাইদহ-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবু তালিব। তিনি বলেন, “আমরা ইনসাফভিত্তিক, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। নেতা-কর্মীরাই সেই পরিবর্তনের মূল শক্তি।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক মাও. ওলিউর রহমান, উপজেলা আমীর আব্দুল হক মোল্লা, কেন্দ্রীয় তালিমুল কোরআন প্যানেলের মাও. শহীদুজ্জামান, থানা সেক্রেটারি মাও. লুৎফর রহমান, সহকারী সেক্রেটারি মাও. মতিউর রহমান, পৌর আমীর হাফেজ আব্দুল করিম, শিবিরের সাবেক জেলা সভাপতি মনিরুজ্জামান মিঠু এবং বর্তমান কালীগঞ্জ সভাপতি এএইচএম মুর্তজা।

সভায় নির্বাচনী কৌশল নির্ধারণসহ ঝিনাইদহ-৪ আসনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে করণীয় বিষয়ে মতামত গ্রহণ করা হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব বিভাগের সেক্রেটারি আব্দুল জলিল।

No comments

Powered by Blogger.