মোবারকগঞ্জ রেলেেস্টশনে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত



রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার -
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে মেহেদী হাসান (২৬) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৫টার দিকে মোবারকগঞ্জ রেলস্টেশন ইয়ার্ডে মালবাহি ট্রেনের নিচে পড়ে সে নিহত হয়। নিহত 
মেহেদী হাসান কালীগঞ্জ পৌরসভাধীন কাশিপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, নিহত মেহেদী বেশ কিছুদিন ধরে মানুষিক রোগে ভুগছিল। তার চলাচল এলোমেলো ছিল। পাবনার মানুষিক হাসপাতালে বেশকিছুদিন ভর্তি ছিল। সম্প্রতি সে বাড়িতে এসেছিল। সকালে একটি মালবাহি ট্রেনের কিছু বগি পাথর লোড-আনলোড করার জন্য 
চার নম্বর লাইনে নিতে সানটিং এর কাজ করছিল। এসময় সে ট্রেনের নিচে পড়ে মারা যায়। মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার অরুপ বিশ্বাস জানান, সকালে স্টেশন 
ইয়ার্ডে মালবাহি ট্রেনের কয়েকটি বগি চার নম্বর লাইনে নেওয়ার কাজ চলছিল। এসময় সে ট্রেনের নিচে পড়ে মারা যায়। বিষয়টি উর্ব্দতন 
কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে যোগ করেন।

No comments

Powered by Blogger.