কোটচাঁদপুরে ১৬ বছরে ডজন খানেক মামলার চাপ নিয়েও জামায়াত নেতা বহিষ্কার।

 


মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর  থেকে-

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর ইউনিয়ন ফুলবাড়ি গ্রামে প্রায় ডজন খানেক মামলার আসামী হয়েও জামায়াত কর্মী নিজ দলের কাছে হয়েছেন বহিষ্কার। উপজেলার ৪ নং বলুহর ইউনিয়নের ২নং ওয়ার্ড ফুলবাড়ি গ্রামের মোঃ আব্দুল আউয়াল এর ছেলে আনোয়ার হোসেন (৫৫) দীর্ঘ ১৬ বছর ফ্যাসিষ্ট সরকারের শাসনামলে বিভিন্ন স্থানে ভুয়া নাটক সাজিয়ে কাল্পনিক তথ্য দিয়ে নাশকতা, সন্ত্রাসী, অস্ত্র, বিস্ফোরক, অগ্নিসংযোগ, ভাংচুরের অভিযোগ তুলে কোটচাঁদপুর মডেল থানা ও জেলা বিজ্ঞ আদালতে প্রায় ডজনের বেশি মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। যে অভিযোগে মামলা হামলার শিকার হন তার কোন ভিত্তি নেই।প্রতিহিংসা চরিতার্থ করতেই কাল্পনিক কাহিনী সাজিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি অর্থ দন্ড লাগিয়ে আর্থিক ক্ষতি করেছে। দীর্ঘ বছর হামলা মামলার শিকার হয়েও দলীয় শৃঙ্খলা রক্ষা করে চলেছেন। এতোটা নিষ্ঠুরভাবে হামলা মামলা দায়ের করে সর্ব শান্ত হয়েও তার ফল পেয়েছে দল থেকে বহিষ্কারাদেশ। দল থেকে বহিষ্কার হয়ে ১৬ বছরে ডজন খানেক মামলা হামলার শিকার আর্থিক ক্ষতি হয়ে যতটা ভেঙে পড়েছেন। তার চেয়ে বেশি ভেঙে পড়েছেন দল থেকে বহিষ্কার হয়ে। আনোয়ার জানান, দলের কোন শৃঙ্খলা ভঙ্গ করিনি ৫ আগস্টের দিন সারাদেশে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সে-ই সূত্রে আমাকে মিথ্যা অপবাদ দিয়ে বহিষ্কার করা হয়েছে, আমার জানামতে ৫ আগস্টের দিনে অনাকাঙ্খিত ঘটনার কোন জামায়াত নেতা এবং কর্মী বহিস্কার হয়নি সারাবাংলাদেশে, আমাকে কেন বহিষ্কার করা হলো। তিনি আরো বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পরও মামলা চলমান। এবিষয়ে কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমীর মোঃ তাজুল ইসলাম কাছে মুঠোফোনে জানতে চাইলে বলেন, আনোয়ার হোসেন এর বিষয়ে আমরা বসেছিলাম তাকে বলা হয়েছে সে নিয়ম কানুন শৃঙ্খলা মেনে চলাফেরা করবে বাঁধা নেই।


No comments

Powered by Blogger.