কালীগঞ্জে মাদক, অবক্ষয় ও সাংস্কৃতিক আগ্রাসন রোধে গোলটেবিল
রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার -
মাদক নির্মূল, সামাজিক অবক্ষয় ও সাংস্কৃতিক আগ্রাসন রোধে ঝিনাইদহের কালীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে এক গোলটেবিল আলোচনা সভা। শুক্রবার সকালে কালীগঞ্জ পৌরসভা মিলনায়তনে এ আয়োজন করে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) কালীগঞ্জ উপজেলা শাখা।
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় যুবসংহতির খুলনা বিভাগীয় সমন্বয়ক মো. হারুন—অর—রশিদ। এছাড়া বিএনপি নেতা ইলিয়াস রহমান মিঠু, জামায়াত নেতা মাওলানা আবু তালেবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা সভায় অংশ নেন।
আলোচনায় বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এর বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় নেতাদের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। ইমামদের মাধ্যমে মসজিদভিত্তিক ধর্মীয় বয়ানে মাদকের কুফল তুলে ধরার উপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, সামাজিক অবক্ষয় প্রতিরোধে পারিবারিক বন্ধন সুদৃঢ় করা জরুরি। পাশাপাশি তরুণ প্রজন্মকে নৈতিক শিক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। তারা শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি ও সাংস্কৃতিক আয়োজনের ওপরও জোর দেন।
সভায় অংশগ্রহণকারী সুশীল সমাজের প্রতিনিধি ও পেশাজীবীরা বলেন, সাংস্কৃতিক আগ্রাসন তরুণদের মননশীলতাকে নষ্ট করছে। এ থেকে উত্তরণের জন্য জাতীয় সংস্কৃতির চর্চা ও মূল্যবোধভিত্তিক শিক্ষার প্রসার অপরিহার্য।
গোলটেবিলটি শেষ হয় সামাজিক ঐক্য ও সচেতনতা বৃদ্ধির অঙ্গীকারের মধ্য দিয়ে।

No comments