বাংলাদেশ জামাতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার সাবেক সেক্রেটারি ও চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আজিজুর রহমানের মৃত্যুতে শোকবার্তা

 



বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা শাখার প্রখ্যাত ও প্রিয় সদস্য কালীগঞ্জ উপজেলা সাবেক সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জেলা আমীর অধ্যাপক আলী আজম মোঃ আবুবকর।

এক শোকবার্তায় তিনি বলেন,মরহুম মাওলানা আজিজুর রহমান ছিলেন দ্বীনের একজন একনিষ্ঠ খাদেম, সদালাপী, সাহসী ও নিষ্ঠাবান সংগঠক। তাঁর ইন্তেকালে জামায়াত পরিবার একজন অভিভাবকতুল্য সহকর্মীকে হারালো। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

জেলা আমীর, জেলা সেক্রেটারি ও কালীগঞ্জ নায়েবে আমীর মাওলানা আবু তালিব ছাড়াও শোক প্রকাশ করেছেন জামায়াতের প্রতিটি উপজেলার আমীরগণ এবং জেলা শাখার দায়িত্বশীলরা।

আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌসে স্থান দিন এবং পরিবার-পরিজনকে এই শোক সহ্য করার তাওফিক দান করুন। আমিন।

No comments

Powered by Blogger.