কালিগঞ্জ হাজী কল্যাণ সমিতির মত বিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
এস এম টিপু, স্টাফ রিপোর্টারঃ
ঝিনাইদহের কালীগঞ্জে "কালীগঞ্জ হাজী কল্যাণ সমিতি" এর উদ্যোগে ২০২৫ সালের যেসব হাজী সাহেবগণ হজব্রত পালন করে দেশে ফিরে এসেছেন, তাদের সাথে একমত বিনিময় ও দোয়া অনুষ্ঠান আজ শনিবার সকাল দশটার সময় নলডাঙ্গা ভূষণ রোডস্থ ডাকবাংলা জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
হাজী কল্যাণ সমিতির সভাপতি ও বালিয়াডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,দৈনিক নবচিত্রের সম্পাদক ও হাজী কল্যাণ সমিতির সেক্রেটারি আলহাজ্ব শহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও কলামিস্ট সাংবাদিক আব্দুল কাদের, অ্যাডভোকেট শহিদুল ইসলাম, চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও চিত্রা নিউজ ২৪ ডট কম এর সম্পাদক আলহাজ্ব মোঃ সোলায়মান হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ফরিদ উদ্দিন, আলহাজ্ব মাওলানা আব্দুল কুদ্দুস,আলহাজ্ব আব্দুস শুকুর,আলহাজ্ব মীর মোঃ সুলতান আহমেদ, ভাদগরা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শেরআলী ও আলহাজ্ব আব্দুল কাদের সহ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, রাইগ্রাম বানিকান্ত মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব ইসহাক আলী।
No comments