কালীগঞ্জে শিশুকে সাপে কামড়, হাসপাতালে আহাজারিতে ভারী হয়ে উঠল পরিবেশ

 


রবিউল ইসলাম, স্টাফ  রিপোর্টার  :
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শীবনগর গ্রামে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। মাত্র এক বছরের নিষ্পাপ শিশু আয়াত, গ্রামের খলিল মিয়ার কন্যা—শনিবার সকালে খেলতে গিয়ে বিষধর সাপের ছোবলে আক্রান্ত হয়।

সাপের কামড় লাগতেই পরিবারের মধ্যে শুরু হয় চিৎকার-চেঁচামেচি। মুহূর্তের মধ্যেই শিশুটিকে কোলে তুলে ছুটে চলে যান মা ও দাদি। কালবিলম্ব না করে আয়াতকে নিয়ে যান কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

হাসপাতালের জরুরি বিভাগের করিডোরে কান্নায় ভেঙে পড়েন আয়াতের মা ও দাদি। তাঁদের বুকফাটা আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো হাসপাতাল প্রাঙ্গণ। রোগী, স্বজন, এমনকি কর্তব্যরত নার্সদের চোখেও জল টলমল করে ওঠে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটিকে দ্রুত চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, পরিস্থিতি এখনো সংকটমুক্ত নয়, তবে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে তাকে বাঁচানোর জন্য।

স্থানীয়রা জানান, শিশুটির পায়ে সাপটি কামড় দেয়। গ্রামের আশপাশে ঝোপঝাড় না থাকলেও সম্প্রতি বৃষ্টির কারণে সাপের আনাগোনা বেড়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

No comments

Powered by Blogger.