কোটচাঁদপুর বলুহরে শিশুনিলয় ফাউন্ডেশনের তারুণ্যের উৎসব উদযাপনে বৃক্ষ রোপন

 


রোকনুজ্জামান কোটচাঁদপুরঃ

ঝিনাইদহের কোটচাঁদপুরে শিশুনিলয় ফাউন্ডেশনের উদ্যোগে সমৃদ্ধি কর্মসূচির আওতায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে পরিষ্কার পরিছন্নতা অভিযান ও বৃক্ষ রোপন কর্মসূচি অনু্ষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে উপজেলার বলুহর ইউনিয়ন পরিষদ ও শেখ মোজাফফর হোসেন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই কার্যক্রম অনু্ষ্ঠিত হয়। এসময় অংশগ্রহন করেন কিশোর কিশোরীগণ এবং উন্নয়নে যুব সমাজের সদস্যরা।

এসময় প্রধান অতিথি হিসাব উপস্থিত ছিলেন ৪ নং বলুহর ইউনিয়নের চেয়ারম্যান ওলিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্থার ঝিনাইদহ জোনের জোনাল ম্যানেজার শাহজামাল,  এরিয়া ম্যানেজার জনাব শামিমুর রহমান, শেখ মোজাফফর হোসেন, মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রায়হান উদ্দিন, এবং সমৃদ্ধি কর্মসূচির উপজেলা সমন্বয়কারী বজলুর রশীদ সহ সংস্থা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

এ সময় অনুষ্ঠানে ২০০ টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপন করেন অতিথি বৃন্দরা ।

No comments

Powered by Blogger.