বাংলাদেশ চিনিকল শ্রমিক ফেডারেশনের সভাপতির মৃত্যু
স্টাফ রিপোর্টার :
মোবারকগঞ্জ সুগার মিল শ্রমিক কর্মচারি ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ চিনিকল শ্রমিক কর্মচারি কল্যাণ ফেডারেশনের নবনির্বাচিত সভাপতি শফিকুর রহমান রিংকু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে তিনি মারা যান। রিংক কালীগঞ্জ পৌরসভার বলিদাপাড়া গ্রামের মুক্তার হোসেনের ছেলে এবং মোবারকগঞ্জ চিনিকলের শ্রমিক ছিলেন।
আজ দুপুরে শফিকুর রহমান রিংকু মোবারকগঞ্জ সুগার মিল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দিচ্ছিলেন। এ সময় শফিকুর রহমান রিংকু হৃদ রোগে আক্রান্ত হলে প্রথমে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করা হলে সেখানে তিনি মারা যান।
তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আ.ন.ম জোবায়েরসহ শ্রমিক কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দ।
.jpg)
No comments