ঝিনাইদহে মাছ ধরাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫

 


ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলার কোদালিয়া গ্রামে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, টানা বৃষ্টির পানিতে শোয়েব নামে এক ব্যক্তির পুকুর ভেসে যায়। ওই মাছ ধরাকে কেন্দ্র করে শোয়েব পক্ষ ও স্থানীয় প্রভাবশালী টুকু মুন্সি পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে সংঘর্ষ বাধে।

এদিকে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় বিএনপি নেতার জানাজা শেষে বাড়ি ফেরার পথে শোয়েবের ওপর হামলা চালায় প্রতিপক্ষ। এর জের ধরে বুধবার সকালে দ্বিতীয় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এতে অন্তত ১৫ জন আহত হন। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় টুকু মুন্সির বক্তব্য পাওয়া যায়নি।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মামুন বলেন, “সংঘর্ষের ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

No comments

Powered by Blogger.